ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার পার্লামেন্টে

ভলকার তুর্ক
বিদেশে এখন
0

প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। জাতীয় পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছেন দেশটির আইন প্রণেতারা।

অবাঞ্ছিত ঘোষণার তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব না থাকলেও এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় অবস্থিত সংস্থাটির দপ্তরকে বন্ধ করে দিতে পারে দেশটির সরকার। গেল সপ্তাহে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন ভলকার তুর্ক।

এসময় দেশটিতে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ তোলেন তিনি। যদিও সব সময়ই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এসেছে নিকোলাস মাদুরো সরকার।

সেজু