জানা গেছে, আলোচনা পুনরায় শুরু করতে ব্যর্থ হলে তেহরানের ওপর পুনরায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে সম্প্রতি এক সতর্কবার্তা দেয় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। এর মধ্যেই আলোচনার টেবিলে ফিরতে রাজি হলো উভয় পক্ষ।
এর আগে, পারমাণবিক ইস্যুতে ২০১৫ সালে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হয়ে যায়।
তবে ২০১৫ সালে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের এ দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।