এ নিয়ে, গেলো পাঁচ মাসে দুই দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। তবে বন্দি বিনিময় ছাড়া আর কোনো ফল আসেনি তাদের আলোচনায়।
এদিকে বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেও দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। দোনেৎস্ক অঞ্চলে আরও একটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মস্কো। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় ১০টি ইউক্রেনীয় যুদ্ধ কেন্দ্র এবং ১৩টি গোলাবারুদের ডিপো।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, গেলো একদিনে রাশিয়ার সঙ্গে ১৭৬টি সম্মুখযুদ্ধে সফলভাবে লড়াই করেছে কিয়েভ।