ক্যালিফোর্নিয়ায় এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান বিধ্বস্ত

নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি বিমান বিধ্বস্ত
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর বিমানঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমানটি।

বিমানটি বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিমান বিধ্বস্তের এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে এ দুর্ঘটনায় এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমানটির সুরক্ষা প্রোটোকল নিয়ে শঙ্কা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি এ যুদ্ধবিমান।

এএইচ