ইতালির বিমান থেকে গাজায় ত্রাণ ফেলার ঘোষণা

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে
বিদেশে এখন
0

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। শুক্রবার (১ আগস্ট) ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, গাজা বর্তমানে দুর্ভিক্ষ পতিত হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, চলমান সংঘাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ এবং বিমান ত্রাণসামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের আমি অনুমোদন দিয়েছি।

আরও পড়ুন:

তিনি জানান, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এর মাধ্যমে বিশেষ কন্টেইনারে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী আকাশ থেকে ফেলা হবে। আগামী ৯ আগস্ট থেকে গাজায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলার এ কার্যক্রম শুরু হবে।

এদিকে গতকাল শুক্রবার (১ আগস্ট) স্পেন জানিয়েছে যে তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সাথে সমন্বয় করে ১২ টন খাদ্য বিমান থেকে ফেলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পাশাপাশি ব্রিটেন ও ফ্রান্সও বিমানযোগে ফিলিস্তিনি ছিটমহলে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে।

ইএ