লন্ডনে অভিবাসীবিরোধী বিক্ষোভে দু’পক্ষের সংঘর্ষ, আটক ৯

লন্ডনে অভিবাসী বিরোধী বিক্ষোভ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসীবিরোধী বিক্ষোভে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) বার্বিকান থিস্টেল হোটেলের বাইরে বিরোধীদের সঙ্গে সংঘাতে জড়ায় অভিবাসীদের পক্ষে থাকা সংগঠনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের কয়েকজন বিক্ষোভকারীকে আটক করতে বাধ্য হয় লন্ডন পুলিশ। 

আরও পড়ুন:

অভিবাসী বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ম্যানচেস্টার ও নিউক্যাসেলেও। ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে, যুক্তরাজ্যের ২৭টি শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে অভিবাসন কেন্দ্রগুলোর আশপাশে দাঙ্গা ও সহিংস হামলার ঘটনা ঘটছে।

এসএইচ