ট্রাম্পের হাতে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ!

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ওয়াশিংটন ডিসির প্রধান সড়কগুলোয় টহল শুরু করেছেন ন্যাশনাল গার্ড সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে কাজ শুরু করেছেন তারা। এ সিদ্ধান্তের মাধ্যমে রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে অস্থায়ীভাবে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের নিয়ন্ত্রণও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডেমোক্রেটরা বলছেন, এটি ট্রাম্পের রাজনৈতিক নাটক। ২০২৩ এর তুলনায় ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের ঘটনা কমার পরেও কেন এমন সিদ্ধান্ত নেয়া হল এ নিয়ে দ্বিধায় পড়ে গেছেন খোদ মার্কিনরাই।

ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সদর দপ্তর। ধীরে ধীরে বাসে ওঠছেন ন্যাশনাল গার্ড সেনারা। সদর দপ্তর থেকে ওয়াশিংটনের বিভিন্ন সড়কে চলে যাচ্ছে এসব বাস। নির্দিষ্ট সড়কে পৌঁছেই টহল শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। উদ্দেশ্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীকে রক্ষা করা।

এর আগে দীর্ঘ ৭৮ মিনিটের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিসট্রিক্ট অব কলম্বিয়া মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেবে। পাশাপাশি শহরে একযোগে ৮০০ জন ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করারও ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটরা। ডিসি মেয়র মুরিয়েল বাউসার নিজেও সেনা মোতায়েনের সিদ্ধান্তকে হঠকারী ও অনিয়ন্ত্রিত পদক্ষেপ বলে মনে মন্তব্য করেছেন। ট্রাম্প বিরোধীদের দাবি, ২০২৩ সালে ডিসিতে অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও পরবর্তী দেড় বছরে তা অনেক কমেছে। এ পরিস্থিতিতে রাজধানীতে সেনা মোতায়েনের যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজধানীবাসীরাও।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘এটা তামাশা ছাড়া আর কিছুই না। এর কোনো প্রয়োজন দেখছি না। ব্যক্তিগত মত হচ্ছে, আমার পরিবার আছে। রাজধানী থেকে অন্যত্র চলে যাওয়ার কারণ হচ্ছে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া। যদিও শুনেছি অপরাধ আগের চেয়ে কমেছে।’

চলতি বছরের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে খুনের ঘটনা ১২ শতাংশ এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার ঘটনা ২০ শতাংশ কমেছে। তবে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই বলছে, যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সহিংস অপরাধের হার ৪ দশমিক ৫ শতাংশ কমেছে।

যদিও একসাথে ৮শ ন্যাশনাল গার্ড সদস্যকে দেখা যাবে না রাজধানীতে। ১শ থেকে ২শ জনের একেকটি দল পালাক্রমে ডিসি পুলিশকে সহায়তা করবে। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বলা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই আশঙ্কাজনক যে জরুরি ভিত্তিতে এমন নির্বাহী আদেশ জারি করা হল।

তবে এ সেনারা রাজধানীতে টহল দেয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না। সেনাদের বহনকারী ট্রাক বা বাসে অস্ত্র রাখা থাকবে, যা আত্মরক্ষার কাজে ব্যবহার করা হতে পারে।

ইএ