ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে নই: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইউক্রেনে সংঘাত বন্ধে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম ধাপে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার সেখানে যোগ দিয়েছেন ইউরোপের নেতারাও। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে নই। সংঘাত বন্ধে এটি কোনো সমাধান নয়।

যদিও ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনীয় ভূখণ্ড ও দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন।

আরও পড়ুন:

পাশাপাশি শান্তি চুক্তি যেন কার্যকর হয় সেটিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ট্রাম্প প্রশাসন। আরও বলছেন, বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলবেন তিনি।

বিপরীতে জেলেনস্কি মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করতে রাজি আছেন তিনি।

পাশাপাশি আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধের পর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে ইউক্রেনে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে।

সেজু