যদিও ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনীয় ভূখণ্ড ও দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ওয়াশিংটন।
আরও পড়ুন:
পাশাপাশি শান্তি চুক্তি যেন কার্যকর হয় সেটিও গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ট্রাম্প প্রশাসন। আরও বলছেন, বৈঠক শেষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলবেন তিনি।
বিপরীতে জেলেনস্কি মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করতে রাজি আছেন তিনি।
পাশাপাশি আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধের পর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে ইউক্রেনে জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে।