মার্কিন প্রশাসন বলছে, রাশিয়া থেকে ভারত সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি করছে। এটিকে যুক্তরাষ্ট্র ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে দেখছে। সেই প্রেক্ষিতে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে।
এতে বলা হয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে, যা ভারতীয় সময় সকাল ৯টা ৩১ মিনিট থেকে শুরু হয়েছে।
শুল্কারোপের এই সিদ্ধান্তে ভারতের পোশাক, হীরা, চিংড়িসহ বহু রপ্তানি খাত বড় ধাক্কা খাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আশঙ্কা প্রকাশ করেছে। বিশেষ করে সস্তা শ্রমভিত্তিক পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক সিদ্ধান্তের প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছেন। স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে তিনি বলেন, ‘আমাদের আত্মনির্ভর হতে হবে—হতাশা থেকে নয়, গর্ব থেকে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। আমাদের কাঁদলে চলবে না, নিজেদের শক্তি দিয়েই উঠে দাঁড়াতে হবে।’