মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে 'অশালীন মন্তব্য'; পাল্টাপাল্টি কর্মসূচিতে ছড়াচ্ছে উত্তাপ

দরভাঙায় কংগ্রেস ও বিজেপির সংঘর্ষ
বিদেশে এখন
0

নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে কিছু কংগ্রেসকর্মীর অশালীন মন্তব্যের জেরে পাটনায় কয়েক দফা সংঘাতে জড়িয়েছে বিজেপি-কংগ্রেস। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির মঞ্চে এ ধরনের মন্তব্যের প্রতিবাদে আজ (শুক্রবার, ২৯ আগস্ট) রাজ্যজুড়ে বিক্ষোভ করেছে বিজেপি। পাল্টা কর্মসূচিতে বিজেপি মাঠে নামায় বেধে যায় গণ্ডগোল। এরই মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্যকারী একজনকে আটক করেছে বিহার পুলিশ। আর পুরো ঘটনার জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলছে অমিত শাহ। তবে কংগ্রেস বলছে, কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা আদৌ দলের সমর্থক কি না সন্দেহ আছে।

বিহারের দরভাঙায় গেলো মঙ্গলবার (২৬ আগস্ট) ঘটনার সূত্রপাত হয়। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির জন্য প্রস্তুত মঞ্চ। সেখানে দলটির কিছু কর্মী মাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মা প্রয়াত মা হীরাবেনকে নিয়ে অশালীন মন্তব্য করেন। 

মুহূর্তেই বক্তব্য ছড়িয়ে পড়ে অনলাইনে। শুরু হয় কংগ্রেস-বিজেপির বাকযুদ্ধ। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি কোনো নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং সংস্থা।

পরদিন বুধবার (২৭ আগস্ট) রাহুল গান্ধী ও তেজস্বী যাদব যৌথভাবে বিহারের দরভাঙা, মুজাফফরপুর ও সীতামারহিতে বিশাল জনসভা করেন। এ তিনটি জায়গায় এনডিএ জোটের শক্ত ঘাঁটি।

আরও পড়ুন:

কিন্তু এরই মধ্যে উত্তপ্ত ভারতীয় রাজনৈতিক মহল। দরভাঙায় কংগ্রেসকর্মীদের অশালীন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পাটনায় বিক্ষোভের ডাক দেয় বিজেপি। তাদের কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দেয় কংগ্রেস। দু’পক্ষের মধ্যে চলে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায়, একজন সন্দেহভাজনকে এরই মধ্যে আটক করেছে বিহার পুলিশ। এক্স বার্তায় বিহার পুলিশ জানায়, বিজেপির করা এফআইআরের ভিত্তিতে আটক ঐ সন্দেহভাজনকে আদালতে পাঠানো হয়েছে।

কংগ্রেস কর্মীদের এমন আচরণকে দলীয় ব্যর্থতা হিসেবে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছেন, একজন দরিদ্র মায়ের সন্তান গেলো ১১ বছর ধরে দেশ চালাচ্ছেন তা মেনে নিতে পারছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেস ভারতীয় রাজনীতিতে বিষবৃক্ষ রোপন করছে বলেও অভিযোগ বিজেপি নেতাদের।

এদিকে কংগ্রেস নেতাদের অভিযোগ, মোদি সরকারের মদতে সাধারণ কর্মীদের ওপর চড়াও হয়েছে বিজেপি সমর্থকগোষ্ঠী। দলটির মুখপাত্র অসিত নাথ তিওয়ারির দাবি, যাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছে, তারা আদৌ দলের সমর্থক কি না বা তারা কী উদ্দেশে ওই মন্তব্য করেছে তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। একজন ব্যক্তির অশালীন আচরণের দায় দল নেবে না।

এসএইচ