ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারালেন হুথি প্রধানমন্ত্রী আল-রাহাভি

নিহত হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি
বিদেশে এখন
0

ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি এ হামলার শিকার হন।

আল-রাহাভির সঙ্গে তার আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারিয়েছেন। হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন:

বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তবে এ হামলায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

রাহাভি এক বছর ধরে গোষ্ঠীর প্রধানমন্ত্রীর পদে ছিলেন। যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি তিনি। ইসরাইলের দাবি, ইরান ও জিহবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে গভীর যোগাযোগ ছিল তার।

এসএইচ