স্থানীয় সময় গতকাল (রোববার, ৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের পর আরও তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
তালেবান সরকারের কর্মকর্তারা জানান, কুনারের পাহাড়ি মাজার উপত্যকায় শত শত বাড়ি ধসে পড়েছে। পুরো গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে পারে।
আরও পড়ুন
দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাতে চরম বাধার মুখে পড়ছে স্থানীয় কর্তৃপক্ষ। কুনার প্রদেশের পুলিশ প্রধান বলেন, বন্যা ও ভূমিধসের কারণে সড়কপথ বন্ধ হয়ে গেছে, ফলে আপাতত কেবল আকাশপথেই উদ্ধার কাজ চালানো সম্ভব।
এ অবস্থায় সীমিত সম্পদের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে তালেবান সরকার। বিশেষ করে দুর্গত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে তারা।