গত কয়েক দিন ধরেই গাজা সিটিতে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। তাদের এবারের টার্গেট এই শহরের বহুতল ভবন ও টাওয়ারগুলো। শনিবার সেখানকার সবচেয়ে বড় মুশতাহা টাওয়ারে হামলা চালায় আইডিএফ। ওই এলাকাটি ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। তাই হতাহতের সংখ্যাও অনেক বেশি বলে ধারণা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
এরইমধ্যে গাজা শহরের প্রায় ৪০ শতাংশ দখলে নিয়েছে তেল আবিব। পুরো গাজা সিটিকে নিজেদের কব্জায় নিতেই মূলত এই প্রচেষ্টা দখলদারদের।
আরও পড়ুন:
বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা যখন রাস্তায় ছিলাম তখন বোমা ফেলেছে ইসরাইল। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হতে পারেনি।’
আরেকজন বলেন, ‘বড় বড় টাওয়ার ও বহুতল ভবনগুলো লক্ষ্য করে বোমা হামলা করছে ইসরাইল। কিছুক্ষণ আগেই এখানকার সবচেয়ে বড় টাওয়ারে হামলা করেছে তারা।’
তেল আবিবের দাবি, গাজা শহরের এসব ভবনের নিচেই হামাস নেতারা আশ্রয় নিয়েছে। তাই তারা এসব ভবনকে গুঁড়িয়ে দিচ্ছে। কোনো বেসামরিক নাগরিকদের ওপর তারা হামলা করছে না।
ইসরাইলের হামলায় যখন ধূলিসাৎ হচ্ছে গাজা উপত্যকা, তখনও যুদ্ধবিরতির আশা দেখিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিচুক্তি ইস্যুতে হামাসের সঙ্গে তার গভীর আলোচনা হয়েছে বলে দাবি তার। সেসময় সব বন্দিদের মুক্তির আহ্বান জানান তিনি।
এদিকে ইসরাইলের এ হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।