ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রাজধানী কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সচলের পরিকল্পনা করছে সেনাবাহিনী, চালু করা হবে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রমও।
তবে, নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান কে হতে যাচ্ছেন এ নিয়ে বিভাজন সৃষ্টি হয়েছে আন্দোলনরত জেন-জি শিক্ষার্থীদের মধ্যে।
শুরুতে রাজি হলেও এখন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির বয়স নিয়ে প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীদের একাংশ।
আরও পড়ুন:
তার পরিবর্তে দেশটির বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিং-এর নাম প্রস্তাব করা হচ্ছে।
তবে বর্তমান সংসদ ভেঙে দেয়ার দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে, চলমান এই বিক্ষোভে নেপালে এখনও পর্যন্ত ৩৪ জনের প্রাণহানি খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
আহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। এছাড়া, পরিস্থিতির সুযোগ নিয়ে ৭৭টি জেলার বিভিন্ন কারাগার থেকে পালিয়েছেন প্রায় ১৩ হাজার বন্দি।
সীমান্ত দিয়ে ভারত পালানোর চেষ্টা করায় বেশ কয়েকজন বন্দিকে আটকের খবরও পাওয়া যাচ্ছে।