পাকিস্তানের বাজারে টমেটোর কেজি ৬০০ রুপি!

পাকিস্তানের বাজার
বিদেশে এখন
0

সংঘাতের জেরে আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের বাজারে কেজিপ্রতি টমেটোর দাম পৌঁছেছে ৬০০ রুপিতে। বিপাকে বিক্রেতা ও ক্রেতারা। সরবরাহ বাড়াতে আফগানিস্তানের বিকল্প হিসেবে ইরান থেকে টমেটো আমদানি শুরু করেছে ইসলামাবাদ। বিক্রেতাদের প্রত্যাশা, এতে সহনীয় পর্যায়ে আসবে পণ্যটির দাম। এদিকে, আগামী ২৫ অক্টোবর যুদ্ধবিরতির বিষয়ে ইস্তাম্বুলে আরেকদফা আলোচনার বসবে ইসলামাবাদ ও কাবুল।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সাম্প্রতিক উত্তেজনার জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত ক্রসিংগুলো দিয়ে যান চলাচল। যার রেশ পাকিস্তানের নিত্যপণ্যের বাজারে। সীমান্ত বন্ধ থাকায় দেশটিতে টমেটোর দাম বেড়েছে ৪০০ শতাংশ। পাকিস্তানের খুচরা বাজারগুলোতে কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ৬০০ রুপিতে।

সাধারণত পাকিস্তানে উৎপাদন কম হলে উত্তর পশ্চিমের টরখাম ও দক্ষিণ পশ্চিমের চমন সীমান্ত দিয়ে টমেটো ও আপেল রপ্তানি করে আফগানিস্তান। তবে গত ১১ অক্টোবর থেকে বন্ধ সীমান্ত বাণিজ্য।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় দুই বিলিয়নের বেশি। যার বেশিরভাগই খাদ্যসামগ্রী। তবে সাম্প্রতিক বাণিজ্য বন্ধের জেরে প্রতিদিন অন্তত ১০ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় পক্ষ। সীমান্তের উভয় পাশে আটকা পড়েছে ৫ হাজার কন্টেইনার পণ্য।

আরও পড়ুন:

ব্যবসায়ীদের একজন বলেন, ‘বাজারের দিকে তাকান। কোনো পণ্য মজুত নেই। বর্ডারে বেশিরভাগ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ট্রাক আটকা পড়ে আছে।’

এ অবস্থায় ইরান থেকে টমেটো আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা, এতে দাম কিছুটা কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন- স্থানীয় উৎপাদিত টমেটো বাজারে আসলে দাম আরও কমবে।

ব্যবসায়ীদের আরেকজন বলেন, ‘বৃষ্টিপাতের কারণে সিন্ধুতে ফসলের ব্যাপক ক্ষতির প্রভাবে টমেটোর বাজার ঊর্ধ্বমুখী। আশা করছি খুব দ্রুত সিন্ধুর টমেটো বাজারে আসবে। আগামী ১০-১৫ দিনের মধ্যে দাম কমার সম্ভাবনা আছে।’

পাল্টাপাল্টি হামলার অভিযোগে চলতি মাসে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে জড়ায় ইসলামাবাদ ও কাবুল। দুই দেশের মধ্যকার ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্থানে টানা কয়েকদিনের সংঘাতে প্রাণ হারায় উভয় পক্ষের বেশ কয়েকজন। এরপর কাতারের দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

ডন জানায়, আগামী ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আরেক দফা আলোচনায় বসবে পাকিস্তান ও আফগানিস্তান।

সেজু