পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান গ্রেপ্তার হওয়া পাঁচজনই আফগানিস্তানের নাগরিক। তাদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
এ অঞ্চলে গেলো মে মাসে ৮৫টি জঙ্গি হামলা হয়েছে যা এপ্রিলের তুলনায় পাঁচ শতাংশ বেশি। এসব হামলায় ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৬ জন সাধারণ নাগরিকসহ নিহতের সংখ্যা ১১৩।