পাক-আফগান সীমান্তে পাঁচ আত্মঘাতী হামলাকারী গ্রেপ্তার

পাকিস্তান সীমান্ত
এশিয়া
বিদেশে এখন
0

পাক-আফগান সীমান্তে পাঁচ আত্মঘাতী হামলাকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় তারা আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান গ্রেপ্তার হওয়া পাঁচজনই আফগানিস্তানের নাগরিক। তাদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

এ অঞ্চলে গেলো মে মাসে ৮৫টি জঙ্গি হামলা হয়েছে যা এপ্রিলের তুলনায় পাঁচ শতাংশ বেশি। এসব হামলায় ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৬ জন সাধারণ নাগরিকসহ নিহতের সংখ্যা ১১৩।

এসএস