সরকারবিরোধী আন্দোলনের ক্ষয়ক্ষতির ছাপ ইরানের সড়কজুড়ে। তবে ক্ষত ভুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইরানের জনজীবন। ধীরে ধীরে খুলছে দোকানপাট, রাস্তায় বেড়েছে গাড়ি চলাচল। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) তেহরানের একটি সুপার শপে ভিড় জমায় বিভিন্ন বয়সের ক্রেতা।
এদিকে এক ট্রুথ সোশ্যাল বার্তায় ইরান সরকার ৮০০ এর বেশি গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ইরানের বাইরে থেকেই খামেনিতন্ত্রের পতন ঘটাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের পক্ষে সমর্থনের আহ্বান জানান। এসময় তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে তথাকথিত ইসলামী প্রজাতন্ত্র।
রেজা শাহ পাহলভি বলেন, ‘পাঁচটি প্রতিবেশি দেশে আক্রমণ করার পর, এ সরকার নিজ দেশে আক্রমণ করেছে। বিদেশি সন্ত্রাসী, হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া ও ভাড়াটে সৈন্য দ্বারা তেহরানবাসীকে হত্যা করেছে। এটি নিছক কোনো ব্যাপার নয়।’
আরও পড়ুন:
ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামল অচিরেই শেষ হবে বলেও সংবাদ সম্মেলনে জানান পাহলভি। এছাড়া ইরানের জনগণের মাঝে তার দারুণ গ্রহণযোগ্যতা আছে বলেও দাবি করেন।
রেজা শাহ পাহলভি বলেন, ‘ইরানের ডান , বাম, রিপাবলিকান, রাজতন্ত্রপন্থী সবাই আমাকে জাতীয় ব্যক্তিত্ব মনে করেন। দেশ পুনর্গঠনে আমার কিছু পরিকল্পনা আছে, যা অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রস্তুত। ইরানি জনগণ মাঠে আছে। আমি আন্তর্জাতিক পক্ষের সমর্থন প্রত্যাশা করি।’
বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি জনগণের বিশ্বাস আছে বলেও দাবি করেন পাহলভি। এছাড়া ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে নির্বাসিত যুবরাজ জানান, আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্ব ও ইসরাইলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ইরানের সরকারবিরোধী আন্দোলনের পক্ষে- বিপক্ষে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও ইরাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় মানুষ। এসময় তারা খামেনি সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অন্যদিকে তুরস্ক ও রোমে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামে কয়েকশো বিক্ষোভকারী। চলমান উত্তেজনার জেরে তেহরানে দূতাবাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।





