ট্রাম্পের হুমকির পরই তেহরানে বিস্ফোরণের শব্দ

ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করার ট্রাম্পের হুমকির পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পঞ্চম দিনেও ইরান ও ইসরাইলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানিদের এই মুহূর্তে তেহরান ত্যাগ করতে হবে। যদিও এমন হুমকির পেছনে নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি।

এদিকে ইসরাইলে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত তেল আবিব ও হাইফা বন্দর। এমন অবস্থায় ইসরাইলি জনসাধারণকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এছাড়া ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা জোরদার করেছে ইসরাইল। এর আগে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা। মধ্যরাতে তেহরানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

দুই দেশের এই সংঘাতে, এখন পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২২৪ জন এবং ইসরাইলে মারা গেছে ২৪ জন।

এসএস