খামেনিকে হত্যাই যুদ্ধের অন্যতম লক্ষ্য: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
2

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যাই যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) দিনভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি হাসপাতাল ও তেল আবিবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। এদিকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপ, ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া।

ইরানি ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বহুতল ভবনটির এই দৃশ্য রাজধানী তেল আবিবের। তেহরানের পাল্টা আক্রমণে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এরমধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবার একটি হাসপাতালও। যদিও, ইরানের দাবি, ইসরাইলি হাসপাতাল নয়, সামরিক কমান্ড ও গোয়েন্দা সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

কেবল ক্ষেপণাস্ত্র হামলা নয়, ইসরাইল থেকে ছোড়া ড্রোন সফলভাবে ভূপাতিত করার ভিডিও সামনে এনেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত ৪শ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যার মধ্যে ৪০টি মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরাইলি ভূ-খণ্ডে হামলা চালাতে সক্ষম হয় বলেও তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। ইরানের হামলায় বৃহস্পতিবার শতাধিক ইসরাইলি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ইরানের 'আরাক' ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলাও চালিয়েছে তেল আবিব। এছাড়া হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোয় একের পর এক হুমকি দিচ্ছে ইসরাইল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই যুদ্ধের অন্যতম লক্ষ্য বলেও মন্তব্য করেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

এদিকে ইসরাইল-ইরান সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে অনুমোদন দিলেও, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে, ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্ডোতে ট্রাম্প হামলা চালাতে চান বলে ইঙ্গিত মিলছে। যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন খোদ মার্কিনরা। ইরানে ইসরাইলি হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভও করছেন তারা।

মার্কিনদের মধ্যে একজন বলেন, ‘মধ্যপ্রাচ্যে বড় দুটি যুদ্ধ চলছে। এটি তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের নয়।’

অন্য একজন বলেন, ‘যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। তেলের দর বেড়ে যাবে। খাবারের দর বেড়ে যাবে। বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে ক্রেমলিন বলেছে, ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও শক্তিধর দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরাইলের আক্রমণাত্মক পদক্ষেপের নিন্দাও জানান দুই নেতা।

এই যখন অবস্থা তখন, জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। এছাড়াও শুক্রবার ইরান-ইসরাইল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানা গেছে।

এসএস