মধ্য ইসরাইলে এক ঝাঁক মিসাইল হামলা ইরানের

তেল আবিবের একটি আবাসিক ভবন
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মধ্য ইসরাইলকে লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আজ (শনিবার, ২১ জুন) প্রথম প্রহরে এ হামলা চালায় ইরান। এতে তেল আবিবের একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়েছে আগুন।

যদিও সবকটি মিসাইল প্রতিহতের দাবি করেছে ইসরাইল। বিপরীতে ইরানকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালানোর দাবিও করেছে দেশটি।

এর আগে গতকাল (শুক্রবার, ২০ জুন) সংঘাতের অষ্টম দিনে হাইফা, তেল আবিব ও বীরসেবাসহ কয়েকটি অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে গুরুতর আহত তিনজনসহ হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৭ জনকে।

বিপরীতে ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে ১৫টি বিমানের মাধ্যমে হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার ইরানের পূর্বাঞ্চলে সেমনান প্রদেশে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য কিছুটা কঠোর হয়েছেন তিনি। এজন্য ইরানকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। পাশাপাশি দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই ইসরাইলের।

এসএস