স্কুল-ত্রাণকেন্দ্রে হামলা: একদিনেই নিহত ৯৫ ফিলিস্তিনি

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি হামলা থেকে বাদ গেল না গাজার ক্যাফেও। একইসঙ্গে স্কুল ও ত্রাণকেন্দ্রে হামলা চালিয়ে একদিনেই হত্যা করা হয় ৯৫ জন ফিলিস্তিনিকে। ইসরাইল বলছে, ৫০ জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। চলতি সপ্তাহেই ইসরাইলের কৌশলগত-বিষয়ক মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ইসরাইলের কাছে ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে জিম্মিদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এক আইনপ্রণেতাকে নেসেট থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। হামলা থেকে রেহাই পাচ্ছে না ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরাও। আশ্রয় কেন্দ্রগুলোও নিরাপদ নয় গাজাবাসীর জন্য। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি অনাহার এবং অপুষ্টিতে মারা যাচ্ছে বহু মানুষ।

এবার ইসরাইলি হামলা লক্ষ্যবস্তু হলো গাজা উপত্যকার একটি ক্যাফে। সাগরপাড়ের আল–বাকা ক্যাফেতে জন্মদিনের একটি অনুষ্ঠানে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। অনুষ্ঠানে জড়ো হওয়া নারী, শিশু ও সাংবাদিকসহ প্রাণ হারান ৩৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে ছিল।

একই দিনে গাজার স্কুল, হাসপাতাল, আশ্রয় ও ত্রাণকেন্দ্রে হামলা চালিয়ে হত্যা করা হয় অর্ধশত ফিলিস্তিনিকে। এদিকে, গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সামগ্রীর গুদামের সামনে অধীর অপেক্ষায় ক্ষুধার্ত গাজাবাসী।

এমন অবস্থায় জাতিসংঘের ইসরাইলি প্রতিনিধি বলেছেন, হামাসের কাছে আটক ইসরাইলের প্রায় ৫০ জন জিম্মিকে মুক্তি না দিলে গাজার যুদ্ধ শেষ হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রমকে বিতর্কিত করছেন জাতিসংঘের কিছু কর্মকর্তা।

যতদিন অবশিষ্ট ৫০ জন ইসরাইলি জিম্মিকে মুক্ত করা না হবে, ততদিন গাজায় যুদ্ধ চলবে। এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব দ্রুতই তারা আলোচনায় আসবে বলে আশা করি। সব জিম্মিকে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর ইসরাইল সরকার। এ বিষয়ে সবাই কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী ইসরাইল।

এদিকে চলমান গাজা যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার। বৈঠক করতে পারেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

চলতি সপ্তাহেই হোয়াইট হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে আসছেন ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী। ট্রাম্প প্রশাসন ইসরাইলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই গাজা যুদ্ধের অবসান তার অগ্রাধিকার বিষয় ছিল।

এদিকে ইসরাইলের কাছে ৫১ কোটি ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম গাইডেন্স কিটও আছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সরঞ্জাম বিক্রির এই প্রস্তাব ইসরাইলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়তা করবে।

জিম্মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ইসরাইলি পার্লামেন্ট নেসেট থেকে বহিষ্কার হলেন ইসরাইলি আইনপ্রণেতা আয়মান ওদেহ। ইসরাইলি জিম্মিদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে তুলনা করার অভিযোগ তার বিরুদ্ধে।

এসএস