প্রথমবারের মতো দেইর আল-বালাহতে স্থল অভিযান শুরু করলো ইসরাইল

গাজার দেইর আল-বালাহ
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজার মধ্যাঞ্চল দেইর আল-বালাহতে প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করলো ইসরাইল। বিমান আর বোমা হামলায় কেঁপে উঠছে গোটা অঞ্চল। হামলার শিকার হয়েছে ডব্লিউএইচও-র কর্মীদের বাসভবনও। এদিকে ইসরাইলের হামলায় গতকাল (সোমবার, ২১ জুলাই) ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫৯ হাজার। গাজায় মানবিক পরিস্থিতির অবনতিতে হতবাক জাতিসংঘ। অনাহারে, অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৮টি দেশ। তাদের মতে, উপত্যকাটিতে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

২১ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইল। উত্তর ও দক্ষিণাঞ্চলে লাগাতার হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবির। ইসরাইলিদের বোমা ও বিমান হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। অনাহারে ও অপুষ্টিতে মারা যাচ্ছে শিশুরা। এরইমধ্যে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৯ হাজার।

এবার ইসরাইলিদের লক্ষ্যবস্তু মধ্য গাজার দেইর আল-বালাহ অঞ্চল। যেখানে ৫০ থেকে ৮০ হাজার ফিলিস্তিনির বসবাস। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এই অঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। তেল আবিবের ধারণা এই অঞ্চলেই ৫০ জন জিম্মিকে আটকে রেখেছে হামাস। এজন্য এতদিন হামলা চালানো হয়নি।

একের পর এক ইসরাইলি ট্যাংক প্রবেশ করছে দেইর আল বালাহতে। স্থল অভিযানের পাশাপাশি চলছে বিমান ও বোমা হামলা। বিস্ফোরণে ভূমিকম্পের মতো কেঁপে উঠছে গোটা অঞ্চল। জীবন বাঁচাতে পরিবার নিয়ে দেইর আল-বালাহ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে সংস্থার কর্মীদের বাসভবন এবং গুদামে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না জাতিসংঘের কর্মীরাও।

এমন অবস্থায় ইসরাইলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ২৮টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। যৌথ বিবৃতিতে দেশগুলো অভিযোগ করে, ইসরাইল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক। গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিয়ে যা অস্থিরতা বাড়াচ্ছে। গাজায় খাদ্য সংকট অমানবিক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে গাজায় মানবিক পরিস্থিতির অবনতিতে হতবাক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হাজার হাজার শিশু চরম অপুষ্টিতে ভোগায় উদ্বেগ জানায় সংস্থাটি।

উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে গাজার একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে ইসরাইলের গোপন বাহিনী। তিনি গাজার ফিল্ড হাসপাতালের দায়িত্বে ছিলেন। এ সময় হামাসের সাক্ষাৎকার নেয়া এক সাংবাদিককেও গুলি করে হত্যা করে ইসরাইলিরা।

এদিকে মঙ্গলবার ভোরে তেল আবিবজুড়ে বেজে উঠে সতর্কতামূলক সাইরেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইল। আগের দিন হোদেইদাহ বন্দরে হামলার জবাবে পাল্টা হামলা করে হুতিরা।

এসএস