যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্ত সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে উড়ে যাওয়া মৌমাছির ঝাঁক ধরার চেষ্টা। এ যেন মশা মারতে কামান দাগা! কিন্তু সত্যিই কি তাই?
হঠাৎ নিখোঁজ হুল ফোটানো ২৫ কোটি মৌমাছি! যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে মৌচাকবাহী চলন্ত ট্রাক উল্টে গেলে দুর্ঘটনার সুযোগে পালিয়ে যায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি।
কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় ভোর ৪টার দিকে উল্টে যায় মৌমাছিসহ ৭০ হাজার পাউন্ড ওজনের মৌচাকবাহী ট্রাক্টর-ট্রেইলার। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার শহর থেকে মাত্র ৩০ মাইল দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকার রাস্তাঘাট সব বন্ধ বরে দেয়া হয়েছে কারণ কাজে নেমেছেন মৌমাছি বিশেষজ্ঞরা।
হুল ফোটানো পোকামাকড়ের ঝাঁক দেখলেই সে স্থান এড়িয়ে চলতে সতর্কতা জারি করা হয়েছে জনসাধারণের জন্য। রাস্তা পরিষ্কারের পাশাপাশি উড়ে যাওয়া ২৫ কোটি মৌমাছিকে ধরাও লক্ষ্য। কারণ মধু উৎপাদন ছাড়াও শস্য, ফল, সবজি চাষে পরাগায়নে জরুরি মৌমাছি। তাই অনেক মৌয়ালই মৌচাক ভাড়া দিয়ে থাকেন কৃষকদের।
দু-একদিনের মধ্যে মৌমাছিদের চাকে ফিরিয়ে এনে রানী মৌমাছির সংস্পর্শে পৌঁছে দিতে চান বিশেষজ্ঞরা। লক্ষ্য- যতো বেশি সম্ভব, জীবিত মৌমাছিদের বাঁচানো।
সব ধরনের খাদ্যশস্য ও কৃষিপণ্য উৎপাদনে পরাগ রেণু ছড়িয়ে দেয়ার জন্য মৌমাছি প্রকৃতির আশীর্বাদ। বাদাম, সবজি, ফলসহ শতাধিক ফসলের পরাগায়নে সহায়ক মৌমাছি। কিন্তু অনেক বছর ধরেই মৌমাছিসহ পরাগ বহন করা বিভিন্ন পোকামাকড়ের সংখ্যা কমছে।
কীটনাশক, পরজীবী ছত্রাক, রোগবালাই, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর খাদ্যের সংস্থানে বৈচিত্র্য কমতে থাকা মৌমাছি আর অন্যান্য পোকামাকড়ের অস্তিত্ব বিপন্ন করে তুলছে। ভবিষ্যতে কৃষিখাত আর খাদ্য নিরাপত্তায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এসব সংকট, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের।