এসময় জামায়াত আমির বলেন, ‘দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিকে দূর করতে হবে। এ লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এর আগে, অসুস্থ জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসে তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান।