কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫

নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫
এখন জনপদে
আইন ও আদালত
0

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ মে) ভোর থেকে আজ শনিবার (১০ মে) ভোর পর্যন্ত সময়ে জেলার ১১টি থানায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পতিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এরমধ্যে ফুলবাড়ী থানা এলাকা থেকে আতিকুর রহমান ওরফে নয়ন (৪৮), মো. জোবেদ আলী (৫৮), রাজিবপুর থানা এলাকা থেকে মো. নুরনবী উজ্জ্বল (৪৫), কচাকাটা থানা এলাকা থেকে মো. মাসুদুল ইসলাম ওরফে মাসুদ (৩২) ও মো. মিজানুর রহমানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ভূরুঙ্গামারী থানা এলাকা মো. গোলাম মোস্তফা (৫২), মো. রফিকুল ইসলাম রিপন (৪৫) ও মো. ইব্রাহিম (৪০),

চিলমারী থানা এলাকা থেকে মো. মমিনুল ইসলাম (৪০), সদর থানা এলাকা মো. নুর ইসলাম (৬০) ও মো. আব্দুল মজিদ ওরফে মিঠু (৫০), উলিপুর থানা এলাকা থেকে মো. আমিনুল ইসলাম (৫২), রাজারহাট থানা এলাকা থেকে মো. তাজুল ইসলাম (৩৫) এবং নাগেশ্বরী থানা এলাকা থেকে মো. রায়হান ব্যাপারী (২৬) ও নারায়ন চন্দ্র সরকারকে (৩৫) বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ