পিলখানা বিস্ফোরক মামলায় জামিন পেলেন ৪০ আসামি

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বিডিআর বিদ্রোহ
আইন ও আদালত
0

বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলা জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরো ৪০ জন আসামি। গতকাল (রোববার, ১১ মে) জামিনের এ আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

এর আগে একই মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন ১৭৮ জন আসামি। আদেশের পর জামিনপ্রাপ্তদের স্বজনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদালত প্রাঙ্গণে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, খালাস পাওয়ার পর দীর্ঘদিন কারাগারে আটকে থাকায় আইনি প্রক্রিয়ায় মানবিক দিক বিবেচনায় ৪০ জনকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্তরা যেকোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানান আইনজীবী।

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় এখন পর্যন্ত ২৮৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এসএস