কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা
আইন ও আদালত
0

২০১৬ সালে যাত্রাবাড়ীতে ১৭ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির।

কারাদণ্ডের পর তিন আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন, মো. শামীম, নাজমুল ও জিলকদ।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সাথে হাজী আব্দুল লতিফ ভূঁইয়া ডিগ্রি কলেজের একই শ্রেণিতে পড়তেন আসামি মো. শামিম। ভুক্তভোগী কিশোরীকে নিয়মিত প্রেম প্রস্তাবসহ বিরক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে শামিম তার ওপর ক্ষিপ্ত হয়।

পরে একই বছরের ১৫ মার্চ সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে আসামি শামীম ও তার সহযোগী আসামি নাজমুল ও জিলকদ মেয়েটিকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ঘটনায় দুইদিন পর ১৭ মার্চ যাত্রাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মোসা. আকলিমা বিলকিস। সে মামলার রায়ে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

এএইচ