জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলি, ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে প্রকাশ্যে গুলি করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আনসার সদস্য ওমর ফারুক এবং সাভারের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (রোববার, ১৮ মে) রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ব নির্ধারিত শুনানিতে আসামিদের আদালতে হাজির করতেই ট্রাইব্যুনালে আনা হয়েছে।

এ মামলার সুষ্ঠু তদন্তে বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের কাছে আরো সময় চাওয়া হবে। আসামিদের বিরুদ্ধে নিরস্র আন্দোলনকারীদের হত্যা, অবৈধভাবে মারণাস্ত্রের ব্যবহার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ।

এনএইচ