ছদ্মবেশেও হয়নি শেষরক্ষা; হত্যা মামলার আসামি রাজিব গ্রেপ্তার

মানিকগঞ্জ
রাহুল হত্যা মামলার আসামি রাজিব গ্রেপ্তার
এখন জনপদে
আইন ও আদালত
0

মানিকগঞ্জের সিংগাইরে কিশোর গ্যাংয়ের হাতে নিহত রাহুল খান (১৭) হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাজিবকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মগোপনের জন্য মাথার চুল কেটে ছদ্মবেশ নিলেও শেষরক্ষা হয়নি কিশোর গ্যাং প্রধানের।

আজ (শুক্রবার, ২৩ মে) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম। তিনি জানান, এজাহারভুক্ত চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকায় হানিফের ডাঙ্গার পাশে দশম শ্রেণির ছাত্র রাহুল খানকে ১৫-১৬ জনের একটি কিশোর গ্যাং সদস্যের দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত রাহুল মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে।

হত্যার দুদিন পর নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।

এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব হত্যাকাণ্ডের পর মাথা ন্যাড়া করে এলাকা ছাড়ে এবং আত্মগোপনে যায়। তবে পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে পটুয়াখালীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজিবের বাবা-মায়ের বিচ্ছেদের পর সে খাসেরচর এলাকায় তার নানা মোসলেম উদ্দিনের বাড়িতে থাকতো। সেখান থেকেই সে স্থানীয় কিশোরদের নিয়ে একটি গ্যাং তৈরি করে এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। তাদের সর্বশেষ অভিযান ছিল রাহুলকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা।

মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই রেজাউল করিম জানান, ‘ঘটনার মূল হোতা রাজিবসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’

সেজু