শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনার ফোনালাপ
আইন ও আদালত
1

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ২৬ মে) দুটি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে ফোনে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। অনলাইনে ছড়িয়ে পড়া এই ফোনালাপে শেখ হাসিনা বিচারকাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে অভিযোগ দেন চিফ প্রসিকিউটর।

অভিযোগে জানানো হয়, ‘২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৫ মে’র মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেয়ার জন্য ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা সশরীরে হাজির না হলে, তাদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হবে। গতকাল (রোববার) দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এনএইচ