আজ (সোমবার, ২৬ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। গত ১৪ মে জুবাইদা রহমানকে জামিন দেন হাইকোর্ট। তার আগে তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত।