ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের আপিল শুনানি বৃহস্পতিবার

হাইকোর্ট, নগর ভবন, ইশরাক হোসেন
আইন ও আদালত
0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ।

আজ (বুধবার, ২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ঠিক করেন।

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি ২২ মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী।

আপিল শুনানিতে রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, ‘ইশরাক হোসেন সাক্ষী, স্বাক্ষর, আবেদনের ধরনের সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিলো।’

প্রধান বিচারপতি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়।

এনএইচ