উভয়পক্ষের শুনানি শেষে দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অপূর্ব ঘোষ বলেন, ‘তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা ছাড়াও আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলার আরো পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় চিন্ময় কৃষ্ঞ দাসকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এসব ঘটনার সময় তিনি জেলে ছিলেন, তাই ঘটনায় সম্পৃক্ত ছিলেন না। তাছাড়া বর্তমান তিনি লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রয়োজন।’
এসময় তাকে রাষ্ট্রদোহ মামলার আসামি উল্লেখ করে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।