আজ (রোববার, ১৫ জুন) সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। আরো হাজির করা হয়েছে, কন্সটেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে।
এ মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হবে।
এছাড়া, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কন্সটেবল শফিকুল ইসলাম, কন্সটেবল আকরাম হোসেন, কন্সটেবল ফাহিম ও কন্সটেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
ৎঅপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।