মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম
এখন জনপদে
আইন ও আদালত
0

মানিকগঞ্জের দৌলতপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. আর. এম আল মামুন। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জয়নুদ্দিন শেখের ছেলে ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

এর আগে, গতকাল সোমবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি এ.আর.এম আল মামুন জানান, ২০২৪ সালের ৩ ডিসেম্বর দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ (২) ধারাও যুক্ত রয়েছে।

ওসি আরও জানান, মামলার পর থেকে আসামি জাহাঙ্গীর আলম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে বাঘুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ