সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত দুদকের

শেখ আব্দুল হান্নান
আইন ও আদালত
4

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজের নামে ২৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (রোববার, ২৭ জুলাই) দুদক কার্যালয়ে এ সংস্থার মহাপরিচালক এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে সাবেক বিমানবাহিনীর স্ত্রীর অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের কারণে তাকেসহ আরও একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

শেখ আব্দুল হান্নানের স্ত্রীর বিরুদ্ধে  ১ কোটি ৯১ লাখ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। 

অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ সম্পদ এবং কানাডায় সন্তানদের নামে বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

এসএইচ