জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে পরিচালিত গণহত্যার নির্দেশনা এসেছিল ক্ষমতায় থাকা খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই-আগষ্টে প্রাণ হারায় ১৪০০ জন, আহত প্রায় ২০ হাজার।
শেখ হাসিনা পালানোর এক বছরের মাথায়, আজ (রোববার, ৩ আগস্ট) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায়, পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। যেখানে রাজসাক্ষী, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এটিই প্রথম মামলা যেখানে একজন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখবে পুরো দেশের মানুষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্টের জন্য আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবো।’
প্রথম দিনের সাক্ষ্য দিবেন আন্দোলনে আহত হওয়া দুইজন আর এ মামলায় সাক্ষী ৫৮ জন।
জুলাই আগস্টের ঘটনায় আন্তজার্তির অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৫০০ টি। এর মধ্যে শেখ হাসিনা, চানখারপুলসহ ৪ টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।