শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা
আইন ও আদালত
0

জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

আজ সাক্ষ্য দেবেন দুজন। এর আগে এখন পর্যন্ত ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা।

আরও পড়ুন:

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক।

অন্যদিকে, সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

সেজু