রামপুরায় শিক্ষার্থী হত্যা: পলাতক ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এসআই চঞ্চল চন্দ্র সরকারসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এক থানার পুলিশ অন্য থানা এলাকায় গিয়ে নির্বিচারে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। গুলি করে মেরে ফেলার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পুরস্কারও নিয়েছে আসামিরা।’

আরও পড়ুন:

পরে স্টেট ডিফেন্স সব আসামিদের এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, ‘শিক্ষার্থীদের হত্যার এ সকল অভিযোগ মিথ্যা।’

এদিন এ মামলার পলাতক আসামিদের কেন গ্রেপ্তার করা যাচ্ছে না এ নিয়ে ক্ষোভ জানায় ট্রাইব্যুনাল-১। পরে চিফ প্রসিকিউটর বলেন, ‘সারাদেশে খুঁজে আসামিদের গ্রেপ্তারের সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই।’

সেজু