রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী আদালত চত্বর
এখন জনপদে
আইন ও আদালত
0

রাজবাড়ীতে আলোচিত মাইনউদ্দিন গাজী হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রা‌য়ের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেছার পাটোয়ারী। এ মামলায় খালাস পেয়েছেন বাবু ভুইয়া নামের অপর আসামি।

আরও পড়ুন:

মামলার নথী থে‌কে জানা যায়, গত ২০১৬ সালের ১৮ মার্চ রাতে মোবাইলের মেমোরি কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমান গাজীর ছেলে মাইনউদ্দিন গাজীকে লোহার পাইপ, রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরের দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইনউদ্দিন। এ ঘটনায় নিহতের পিতা খলিলুর রহমান গাজী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এসএস