জোট করলেও নিজ দলের প্রতীক ব্যবহার করার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট

হাইকোর্ট
আইন ও আদালত
0

জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন ওই বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন:

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, ‘আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থি।’ মূলত এ সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে বলেও অভিযোগ করেন তিনি।

এসএইচ