ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত সরকারি বাজার মনিটরিং এর তৎপরতা চালানোর দাবি জানিয়েছেন তারা।
আজ (শুক্রবার, ২০ জুন) সাপ্তাহিক ছুটির দিন কুষ্টিয়া পৌর চাল বাজারে সরেজমিনে এ চিত্র দেখা যায়।
খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন, চাল বেশি দামে কিনলেই বেশি দামে বিক্রি করা হয় আর কম দামে কিনলে কমে। তবে এখনই অসাধু মিলারদের সিন্ডিকেট না ভেঙে দিতে পারলে চালের দাম আরো বাড়বে বলেও মনে করছেন তারা।
প্রতি কেজি মিনিকেট চাল এই বাজারে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়, কাজললতা চাল ৬৫, বাসমতি চাল ৮৮, আঠাশ ৫৭ ও স্বর্ণা ৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়াও অন্যান্য চালের দামও বেড়েছে।
এ নিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের সরকারি মূল্য ১ হাজার ৪৪০ টাকা হলেও জাতভেদে তারা স্থানীয় বাজারগুলোতে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া, বাজারগুলোতে ব্যবসায়ী না থাকায় ধান বিক্রি করতে বিপাকে পড়ছেন কৃষকরা।