টানা বৃষ্টিতে সবজির দাম বেড়েছে; কাঁচা মরিচ তিনশো ছাড়ালো

কাঁচা বাজার
কাঁচাবাজার
বাজার
0

টানা বৃষ্টির পর দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজির দাম। আর বাজারে তিনশো টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের দাম। এছাড়া স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও।

কয়েক দিনের বৃষ্টিতে সিলেটের বাজারে তৈরি হয়েছে সরবরাহ সংকট। এতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। 

একই পরিস্থিতি রাজশাহীতেও। এক সপ্তাহে ১৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। আর ২০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বেড়েছে অন্যান্য সবজির দামও। 

এদিকে ক্রেতার স্বস্তি নেই মাছের বাজারেও। বরিশালে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মণ। এতে ছুটির দিনে ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। 

এছাড়া ময়মনসিংহের বাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগি। যদিও দাম বৃদ্ধির কারণ হিসেবে বরাবরের মত সরবরাহ সংকটকে দুষছেন ব্যবসায়ীরা।

এসএইচ