শুক্রবার এই প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে ৩২টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১৪ জন কর্মকর্তা অংশ নেন।
দু'দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, 'যারা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তারা সবাই নির্বাচনে অভ্যস্ত। কিন্তু নির্বাচনী আইনে কিছু পরিবর্তন এসেছে। তাই সবাইকে প্রশিক্ষণ দিতে এই কর্মশালা।'
প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল মনে করেন, নির্বাচন কমিশনের অন্যতম কাজ হলো নির্বাচন প্রক্রিয়াকে যতদূর সম্ভব স্বচ্ছ করা এবং সম্ভাব্য অপপ্রচার দূর করা।
তিনি বলেন, 'যতদূর সম্ভব নির্বাচন প্রক্রিয়াকে দৃশ্যমান করে তুলতে হবে। এতে সম্ভাব্য অপপ্রচারগুলো দূর হবে।'
ডিসি ও পুলিশ সুপারদের ক্ষমতা ও শক্তি দিয়ে নয়, দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি।
এদিকে, ৯ নভেম্বর নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, শিগগিরই হবে তফশিল ঘোষণা ।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নির্বাচন বান্ধব ব্যবস্থাপনার জন্য একটি রোডম্যাপ তৈরি করছে।