৩ দিন ইসিতে প্রবেশে নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন
দেশে এখন
0

আগামী তিনদিন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নির্বাচন ভবনে ভিজিটর হিসেবে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে ইসি সচিবালয়।

ইসি সূত্র বলছে, মঙ্গল, বুধ অথবা বৃহস্পতিবার- এই ৩ দিনের যেকোনো একদিন ঘোষণা করা হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল। সেজন্য বাংলাদেশ টেলিভিশনকে সামগ্রিক প্রস্তুতি নিতেও বলা হয়েছে।

মূলত বিটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণেই তিনি সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবেন। এ লক্ষ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবন তথা ইসি সচিবালয়ে এখন থেকেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিকেলে নির্বাচনে প্রবেশ করতে দেখা যায়, পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্বাচন ভবন থেকে বের হওয়ার পরই একটি আদেশ জারি করে নির্বাচন কমিশন।

আদেশে বলা হয়, এই তিনদিন ইসিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। মূলত, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কাজেই নির্বাচন ভবনে সাধারণ মানুষ বেশি প্রবেশ করেন।

সেজু