ইনডোর শ্যুটিং থাকলেও আগুন দেয়ার ভয়ে গাড়ি নিয়ে স্পটে যেতে পারছেন না তারা। করোনা মহামারির পর আবার বেকায়দায় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, সঙ্গীতশিল্পীসহ সব পর্যায়ের শিল্পীরা।
তাই হরতাল-অবরোধ বন্ধ করতে মানববন্ধনে এবার শিল্পীসমাজ। শনিবার জাতীয় জাদুঘরের সামনে 'বন্ধ কর হরতাল-অবরোধ, বন্ধ কর আগুন সন্ত্রাস’ স্লোগানে মানববন্ধন করেন বাংলাদেশের পরিচালক-শিল্পী ও কলাকুশলীরা।
আরো পড়ুন:
মানববন্ধনে শিল্পীরা তুলে ধরেন শিল্পীদের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্যে কাজ করা যায় না। হরতাল-অবরোধের কারণে করোনার সময় থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পীরা।
অনেক নির্মাতার শ্যুটিং বন্ধ থাকায় অভিনেতাদের পাশাপাশি কলাকুশলীরাও বিপদে। তারা বলছেন, আগুন সন্ত্রাসীর আতঙ্কে কাজে ফিরতে পারছে না তারা। উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিল্পীসমাজেরও অবদান রয়েছে। ৫২'র ভাষা আন্দোলন থেকে ৭১'র এর মুক্তিযুদ্ধ- দেশের যেকোনো সংকটে রুখে দাঁড়িয়েছে শিল্পীসমাজ।