এ সময় তিনি বলেন, ‘২০২২ সালের ২০ ডিসেম্বর ১৭৫ জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি। যেখানে ৫০ হাজার চাকুরি প্রত্যাশীদের মধ্য থেকে চার হাজার জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। যার মধ্যে ৫ শ জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। তবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ না করেই আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে ১৭৫ জনকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে দুদক।
নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়টি অবহিত হয়েছেন বলে জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে দুর্নীতি দমন কমিশন।’