বাংলা একাডেমির নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

দেশে এখন
0

বাংলা একাডেমির ১৭৫ জন নিয়োগে অনিয়ম দুর্নীতির ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন তবে নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের এক অভিযান শেষে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘২০২২ সালের ২০ ডিসেম্বর ১৭৫ জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি। যেখানে ৫০ হাজার চাকুরি প্রত্যাশীদের মধ্য থেকে চার হাজার জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। যার মধ্যে ৫ শ জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়। তবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ না করেই আর্থিক লেনদেন ও স্বজনপ্রীতির মাধ্যমে ১৭৫ জনকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে দুদক।

নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়টি অবহিত হয়েছেন বলে জানিয়েছেন বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে দুর্নীতি দমন কমিশন।’

এএম