প্রায় ৯টি নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে ২৯টি ডিলের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এ টাকা এস আলম গ্রুপ আত্মসাৎ করেছে বলে জানা যায়।
দুদক কর্মকর্তারা জানান, ২০১৭ সালে খাতুনগঞ্জে আদিল করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে সাইফুল আলমের আপন ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার ৪৯৮ কোটি।
আরও পড়ুন:
এর পাশাপাশি নানা নামে আরও আটটি সাইনবোর্ড সর্বস্ব কোম্পানি গঠন করা হয়। এসব কোম্পানির নামে ভুয়া বিনিয়োগের কাগজপত্র ও দলিল তৈরি করে ২০১৭-২০২৩ সাল পর্যন্ত বড় অংকের এ ঋণ নেয়া হয়। অথচ ঋণের বেশিরভাগ অংশই ব্যবহার হয় এস আলমের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের কাজে।
পরস্পরের যোগসাজশে টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলম, মোস্তান বিল্লাহ আদিল, ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ মোট ৩১ জনের নামে আদালতে আজ এ মামলা দায়ের হয়।