ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

দুদক সমন্ধিত জেলা কার্যালয়, ফরিদপুর
এখন জনপদে
আইন ও আদালত
1

ফরিদপুর দুদকের সম্বন্ধিত কার্যালয়ের দায়েরকৃত মামলায় সাবেক জেলা খাদ্য কর্মকর্তা তারিকুজ্জামানকে (৪৬) কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ (রোববার, ৩১ আগস্ট) বিকেলে ফরিদপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিজ্ঞ বিচারক জিয়া হায়দার আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। ২০২৩ সালের ১১ এপ্রিল ফরিদপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিরা হলেন, ফরিদপুরের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুজ্জামান (বর্তমানে ঢাকায় কর্মরত) ও উপ খাদ্য পরিদর্শক বোয়ালমারী সানোয়ার হোসেন (বর্তমানে ঢাকায় কর্মরত)। তাদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল, ধান ও গম আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন জানান, দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক মামলার তদন্ত সম্পন্ন করে আদালতের চার্জশিট দাখিল করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।

উক্ত মামলায় তারিকুজ্জামান আদালতে জামিন প্রার্থনা করলেও স্পেশাল জেলা জজ তাদের জামির নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

ইএ