তিনি বলেন, ‘জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।’
ইসি বলেন, ‘তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটের আওতায় এনে ভোটের সুযোগ করতে কাজ করছে কমিশন। এ ক্ষেত্রে বিদ্যমান আইন পর্যালোচনার কাজ চলছে।’
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি, পর্যবেক্ষণ নীতিমালাসহ কয়েকটি বিষয়ে কাজ প্রায় শেষের দিকে। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির বিষয়ে ইসির ভাবনা নেই। এসময়, সীমানা নির্ধারণে বিদ্যমান আইনে ছাপার ভুল সংশোধন হলে ৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।